সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আজ থেকে শুরু মূল বিশ্বকাপ


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২২ ২১:১৯

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:৪৬

ছবি সংগৃহীত

আজ থেকে বিশ্বকাপের আসল উত্তাপ শুরু হচ্ছে সুপার টোয়েলভের ম্যাচ দিয়ে। গত বারের টি২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখি হবে সিডনিতে। এই ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়ানদের বিশ্বকাপ।

এই ম্যাচের রেশ কাটতে না কাটতেই পার্থে বিশ্বকাপের ঘণ্টা বাজবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের। বিশ্বকাপের সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচটি পরের দিন মেলবোর্নে, ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। অস্ট্রেলিয়াতেও উপমহাদেশের উন্মাদনা ছড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ।

নীরব, নিস্তব্ধ ভিক্টোরিয়া মুখোরিত হবে স্লোগানে। বিশ্বকাপে সুপার টোয়েলভের শীর্ষ আট দলের প্রস্তুতি ক্যাম্প ছিল ব্রিসবেনে। বৃষ্টিস্নাত দিন পার করে প্রতিটি দল ম্যাচ ভেন্যুতে পৌঁছে গেছে। ম্যাচ ভেন্যুতে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে দুই দিন করে। ১২ দলের এর পর শুধু ছুটে চলা। বিমান ভ্রমণের ক্লান্তি কাটিয়ে মাঠে নামার চ্যালেঞ্জ থাকবে প্রতিনিয়ত। বাংলাদেশ দলের কথাই ধরা যাক। আগামী ১০ দিনে পাঁচবার বিমান ভ্রমণ করতে হবে সাকিবদের।

তেমনি স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডকেও যেতে হবে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে। বড় ম্যাচে রং বদলের খেলাগুলো উপভোগ্য করে তোলার চেষ্টা করবে দলগুলো। যেখানে রোমাঞ্চ উপহার দিতে পারে বাছাই পর্ব খেলে আসা চার দল। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো দর্শক টানতে না পারলেও খেলায় উত্তাপ ছিল জমপেশ। শুরুতেই অঘটনের শিকার হয়েছিল টি২০ বিশ্বকাপের দুই সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। সৌভাগ্যক্রমে লঙ্কানরা টিকে গেলেও প্রথম রাউন্ডের গি পার হতে পারেনি এক সময়ের মহাপরাক্রমশালী উইন্ডিজ। এবার আর গ্যাংনাম ডান্স উপভোগ করা হবে না ক্রিকেট দর্শকদের।


বাংলাদেশ বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডসের বিপক্ষে। হোবার্টে ২৪ অক্টোবর সাকিবদের নেদারল্যান্ডস পরীক্ষা। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে আবার ব্রিসবেনে পাড়ি জমাবেন তাঁরা। প্রথম রাউন্ডের 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ের বিপক্ষে হবে ম্যাচটি। গতকালই সমীকরণের পালা শেষ হয়ে গেছে। টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরে যাচ্ছে চার দল। রোববার থেকে বিশ্বকাপ মাতাবে সুপার টোয়েলভের দলগুলো। ৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শেষ হবে সুপার টোয়েলভের খেলা।

 


সম্পর্কিত বিষয়:

টি-টুয়েন্টি বিশ্বকাপ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top