বৃষ্টি মাথায় নিয়ে বাংলাদেশ দল হোবার্টে
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ০১:২২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:০২

বেলেরিভ বিচ থেকে কাছাকাছি দূরত্বের স্টেডিয়ামেই নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তবে ২৪ অক্টোবর হতে যাওয়া এই ম্যাচে বাধ সাধতে পারে বৃষ্টি। শনিবার (২২ অক্টোবর) দিনজুড়ে থেমে থেমে বৃষ্টি হয়েছে।
নেদারল্যান্ডসের পর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন ও নাসুম আহমেদ।
সম্পর্কিত বিষয়:
দক্ষিণ আফ্রিকা
আপনার মূল্যবান মতামত দিন: