অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে নিউজিল্যান্ডের জয়
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ০৩:৪৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:২৩

অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া টার্গেটে খেলতে নামলে ১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় অজিরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে শুরু থেকেই দাপট দেখাতে থাকে নিউজিল্যান্ডের ব্যাটাররা। হাত খুলে চার-ছয়ের বন্যায় খেলতে থাকে তারা। ফিন আলিন মাত্র ১৬ বলে ৪২ রান করে আউট হন। কিন্তু তারপরও দারুণ ছন্দে খেলতে থাকে ব্যাটাররা। দিভন কনওয়ে করেন অপরাজিত ৫৮ বলে ৯২ রান। শেষ পর্যন্ত মাত্র ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২০০ রান।
অস্ট্রেলিয়া ২০১ রানের টার্গেটে খেলতে নামলে শুরু থেকেই চেপে ধরে নিউজিল্যান্ডের বোলাররা। আর ধকল কেউই আর সামলে উঠতে পারেননি। ১৭.১ ওভারেই ১১১ রানে অলআউট হয়ে যায় অজিরা। ফলে ৮৯ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে পরাজয় হয় অস্ট্রেলিয়ার।
সম্পর্কিত বিষয়:
টি-টোয়েন্টি বিশ্বকাপ
আপনার মূল্যবান মতামত দিন: