টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২২ ০০:১৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:২১

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত লড়াইটি মাঠে গড়াচ্ছে। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত আর পাকিস্তান।
মর্যাদার এই লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ পাকিস্তান প্রথমে ব্যাট করবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি দেখায় পাকিস্তানের থেকে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ভারত। ১২টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৯টিতেই, পাকিস্তানের জয় মাত্র ৩টি।
তবে সাম্প্রতিক ফর্ম বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে। কেননা ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচের দুটিই জিতেছে পাকিস্তান।
পাকিস্তান একাদশ-
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারতীয় একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।
সম্পর্কিত বিষয়:
টি-টোয়েন্টি বিশ্বকাপ
আপনার মূল্যবান মতামত দিন: