সোহানকে সতর্ক করেছিলেন সাকিব
প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২২ ০০:৪২
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৩:১৪

নাটকীয়তা ভরা ম্যাচে বাংলাদেশের কষ্টার্জিত জয় ৩ রানে। তবে শেষ ওভারে যেন রোমাঞ্চ একটু বেশিই ছুঁয়ে গিয়েছিল ব্রিসেবেনের মাঠে। নো-বল কান্ডে সবার মাঝেই শুরু হয়েছিল নার্ভাসনেসের চিত্র। শেষ ওভারের শেষ বলে ৫ রান প্রয়োজন জিম্বাবুয়ে দলের, তখনই উইকেটকিপার নুরুল হাসান সোহানের ভুলের জন্য নো বল দেন আম্পায়ার। স্ট্যাম্পের আগে থেকে বল ধরাই আরেকটি অতিরিক্ত বলের সাথে যোগ হয় এক রান।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বলেন, ' আমি সোহানকে বল সংগ্রহ করার সময় স্টাম্পের কাছাকাছি আসতে দেখেছিলাম। আমি তাকে সাবধানে থাকতে বলেছিলাম, কিন্তু তাই হয়েছিল শেষে। '
পরের বলে সোহান অবশ্য আর ভুল করেননি, ফ্রি-হিট বলে মুজারাবানি আবার মিস করেন। ফলে ৩ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে এ নিয়ে অবশ্য সাকিব জানান আগেই তিনি সোহানকে সতর্ক করেছিলেন।
পেসাররা ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেন তাড়াতাড়ি জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটারদের ফিরিয়ে। এ নিয়ে সাকিব বলেন, 'হ্যাঁ, আমরা জানতাম তাদের সাতজন ব্যাটার আছে। তাই সেই পর্যায়ে আমাদের উইকেট নেওয়া দরকার ছিল। এবং পেসাররা দুর্দান্ত বোলিং করেছে। একইসঙ্গে শন উইলিয়ামসের রান আউট ম্যাচের একটি টার্নিং পয়েন্ট।'
সম্পর্কিত বিষয়:
নো-বল
আপনার মূল্যবান মতামত দিন: