শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আসছে পরিবর্তন!


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২২ ০২:১৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৩৩

ছবি সংগৃহিত

গতকাল বুধবার আবুধাবিতে বিশ্বকাপের আগে প্রীতিম্যাচে দারুণ এক জয় পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা পেয়েছেন গোলের দেখা। ম্যাচে জয় পেলেও আর্জেন্টিনার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের খেলোয়াড়দের চোট। এমনকি এই চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন এক সংবাদমাধ্যম মুন্দো আলবেসেলিস্তে জানিয়েছে, লেফট ব্যাক মার্কাস আকুনা পুরো ফিট নন। ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসেরও রয়েছেন চোটে। এমন অবস্থার মধ্যে গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখা যাক! এমন খেলোয়াড় রয়েছে, যারা শতভাগ ফিট নয়। আমরা সাবধান থাকতে চাই।’

গতকাল আরব আমিরাতের বিপক্ষে ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরো ও পাপু গোমেজারাকে মাঠে নামতে দেখা যায়নি। এ নিয়ে স্কালোনি বলেন, ‘আমি বলছি না যে তারা (চোটাক্রান্তরা) স্কোয়াডের বাইরে থাকবে। (বুধবার) কয়েকজনকে নেওয়া হয়নি। কারণ তারা খেলার মতো ফিট ছিল না, ঝুঁকি ছিল। তাই নিশ্চয়তা দিতে পারছি না যে তারা ঠিক আছে। সবকিছু স্বাভাবিক হলেও আমাদের সাবধান থাকতে হবে।’

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।


সম্পর্কিত বিষয়:

আর্জেন্টিনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top