কাতার বিশ্বকাপ জিতবেন সাকিব!
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২২ ০৫:৫৯
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:৪১

দ্য বিগেস্ট শো অন আর্থ শুরু। ২২তম ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরোটাতেই ফুটবল উন্মাদনা। মেসি-নেইমার-রোনালদোকে সমর্থন দিতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নানা যুক্তিতর্ক। সাধারণ মানুষ থেকে শুরু করে বাদ যাচ্ছে না ক্রিকেটের সব তারকা খেলোয়াড়রাও।
বিশ্বকাপ কে জিতবে? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এমন প্রশ্ন করা হলে তিনি জানালেন, ‘আমিই জিতবো।’
আবুধাবি টি-টেন লিগ খেলতে সাকিব রয়েছেন দুবাইতে, খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। আজ রোববার এক ভিডিওতে বাংলা টাইগার্সের ক্রিকেটাররা বিশ্বকাপ কে জিততে পারে সেটা নিয়ে মন্তব্য করেছেন। দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই কাতার বিশ্বকাপের জন্য পছন্দের দলকেই শিরোপার দৌঁড়ে এগিয়ে রাখছেন।
ভিডিওতে দেখা যায়, টিম বাসে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপ জিতবে কোন দল? জবাবে এক কথায় সাকিব জানালেন, ‘আমি’। ইংল্যান্ডের ক্রিকেটাররা বেনি হাওয়েল, জ্যাক লিনটট, জ্যাক বল তাদের দেশের হাতেই দেখছেন শিরোপা। নুরুল হাসান সোহান, মোহাম্মদ আমিরের বাজি আর্জেন্টিনার পক্ষে। এদিন অলরাউন্ডার বেন কাটিং এবং ওপেনার ডেভন কনওয়ে এগিয়ে রাখছেন ব্রাজিলকে।
এছাড়া দলটির ব্যাটিং কোচ তাতেন্দা তাইবু মনে করেছেন শিরোপার দাবিদার ইংল্যান্ড। কোচ আফতাব আহমেদ নিশ্চিত আর্জেন্টিনাই জিতবে শিরোপা। অবশ্য দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম এগিয়ে রাখছেন ব্রাজিলকেই। আগামী ২৩ নভেম্বর টি-টেন লিগের ষষ্ঠ আসরের পর্দা উঠবে।
সম্পর্কিত বিষয়:
টি-টেন লিগ
আপনার মূল্যবান মতামত দিন: