বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


শেন ওয়ার্নের নামে বদলে গেল অস্ট্রেলিয়ার এই পুরস্কার


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২২ ০২:৩৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৩:০০

ফাইল ছবি

খেলোয়াড়ি জীবনে এই পুরস্কার শেন ওয়ার্ন নিজেই জিতেছেন। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগস্পিনার না ফেরার দেশে চলে গেছেন চলতি বছরের শুরুতে। সেই ওয়ার্নের নামে এখন থেকে নিজেদের বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারটা দেবে অস্ট্রেলিয়া।

আজ সোমবার বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ শুরুর আগে ওয়ার্নকে সম্মান জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই বোর্ডের কর্তারা জানান এই খবর।

গেল মার্চে মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ওয়ার্ন। তার সম্মানে অস্ট্রেলিয়া তাদের টেস্ট বর্ষসেরার পুরস্কারটা দেবে এখন থেকে। অস্ট্রেলিয়া ক্রিকেট প্রধান নিক হকলি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন, শেন ওয়ার্নের অনবদ্য অবদানকে স্বীকৃতি দিতেই আমরা এই পুরস্কারটা তার নামে দিচ্ছি।’

ম্যাচ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ওয়ার্নের হোম ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাকে সম্মান জানানো হবে। ওয়ার্নের টেস্ট ক্যাপ নম্বর ৩৫০ আঁকা হয় উইকেটের আড়াআড়ি অবস্থানে। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও পরে এসেছিলেন ফ্লপি হ্যাট, ওয়ার্ন যেমন পরতেন। এমনকি গ্যালারিতে হাজির দর্শকরাও পরে এসেছিলেন সেই ফ্লপি হ্যাট।

নিক হকলি জানান, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট তো বটেই, বৈশ্বিক ক্রীড়াঙ্গনেও তার কিংবদন্তীতুল্য অবস্থান অনস্বীকার্য। তার বিদায়ের দুঃখ এখনো আমাদের ব্যথা দেয়, বক্সিং ডে টেস্টে মেলবোর্নে শেনকে সম্মান জানানোটা যুতসই।’


সম্পর্কিত বিষয়:

শেন ওয়ার্ন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top