সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ অস্ট্রেলিয়ার


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২২ ০১:৩৭

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩৬

ছবি সংগৃহিত

বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিল অজিরা। দ্বিতীয় টেস্টে ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরির পর বল হাতে জয়ের বন্দরে পৌঁছাতে সহায়তা করেছেন নাথান লায়ন-স্কট বোল্যান্ডরা।

এর আগে এমসিজিতে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করে ডিন এলগারের দল সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় আফ্রিকান ব্যাপাররা। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে তারা সংগ্রহ করে ২০৪ রান সবকটি উইকেট হারিয়ে।

দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৫ রান করেন টেম্বা বাভুমা। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনি করেন ৩৩ রান। অন্যদিকে ডি ব্রুইন ২৮, এরউয়ে ২১ এবং লুঙ্গি এনগিদি করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন স্পিনার লাথান লায়ন। এছাড়া দুটি উইকেট নেন পেসার স্কট বোল্যান্ড। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছরের (২০২৩ সালের) ৪ জানুয়ারি, ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top