সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়লেন মাশরাফি ভক্ত


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৩ ০৩:১৩

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:২০

ছবি সংগৃহিত

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম খেলায় লড়ছে সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ডমিনেটরস। ম্যাচের প্রথম ইনিংসে ঘটেছে ভিন্ন রকম এক ঘটনা। সিলেটের বোলিং ইনিংসের ষষ্ঠ ওভারে বল করছিলেন ইমাদ ওয়াসিম। ওভারের দ্বিতীয় বলে দিলশান মুনাবিরা আউটের পরই মাঠে ঢুকে পড়ে এক দর্শক।

সোজা দৌড়ে সেই দর্শক গিয়ে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পায়ে পড়েন। একসময় ম্যাশকে কুর্নিশ করতে দেখা যায় তাকে। পরবর্তীতে সেই ভক্তকে ধরে ফেলেন মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, এরপর পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশের ক্রিকেটে দর্শকের মাঠে ঢুকে পড়ার দৃশ্য এবারই প্রথম নয়। মাশরাফি বিন মুর্তজাকে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়েও একবার এক ভক্ত জড়িয়ে ধরেছিলেন। সেই ঘটনা ছিল ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর নানা সময়ে মাঠে ঢুকে সাকিব আল হাসানকেও জড়িয়ে ধরতে দেখা গেছে ভক্তদের।

দিন দুয়েক আগেই চট্টগ্রামে এক পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। এর আগে গেল বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ভক্ত মাঠে ঢুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কুর্নিশ করেছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top