শনিবার, ২৯শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বিশ্বকাপ জয়ের এক মাস পর মেসির আবেগঘন বার্তা


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৩ ০৩:৩১

আপডেট:
২৯ মার্চ ২০২৫ ০০:৩২

 ফাইল ছবি

২০২২ সালের ১৮ ডিসেম্বর ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেন লিওনেল মেসি। এর ঠিক এক মাস পর আবারও সেই কাতারেই অবস্থান করছেন তিনি। আর সেখানে থেকেই এক মাস আগের রাজকীয় সেই স্মৃতি মনে করলেন মেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন মেসি। সেখানে তিনি জানান, বিশ্বকাপ জয়ের এক মাস পার হয়ে গেলেও এখনও তার বিশ্বাসই হচ্ছে না। মেসির করা সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত দেখা গেছে। ভিডিওতে দফাইনালে আর্জেন্টিনার গোল এবং ম্যাচের শেষ দিকে মার্টিনেজের সেই দুর্দান্ত সেভটি দেখা গেছে। একই সাথে ভিডিওতে তুলে ধরা হয় টাইব্রেকারের শেষ শটের মুহূর্ত এবং ছাদখোলা বাসে সংবর্ধিত হওয়ার দৃশ্যগুলো।

ভিডিওর ক্যাপশানে মেসি লিখেন, ‘জীবনের সবচেয়ে সুন্দরতম মাসগুলোর একটি পার করলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়াতেই সবকিছু সুন্দর লাগছে। তবে এর আগেও কী দারুণ একটি মাসই না কাটিয়েছি। কত সব চমৎকার স্মৃতি জমা হয়েছে। সতীর্থদের সঙ্গে কাটানো দিনগুলো, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, কথা বলা, ট্রেনিং সেশন, যা কিছু উল্টাপাল্টা, সবই মিস করছি।’

মেসি আরও যোগ করেন, ‘স্রষ্টাকে ধন্যবাদ। আমি বলেছিলাম, জানতাম তিনি আমাকে ট্রফিটা দেবেন। তবে অর্জনের পরের সময়টা কেমন হবে, সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি ভুল ছিলাম না। কারণ, জয়োৎসবে মানুষের এত উন্মাদনা আমি কখনোই কল্পনা করিনি।’

পোস্টের একেবারে শেষ লাইনে মেসি লিখেছেন, ‘এক মাস পেরিয়ে গেছে, আমরা ... বিশ্বচ্যাম্পিয়ন!’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top