শনিবার, ২৯শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রোনালদোদের বিপক্ষে পরা মেসির জার্সির দাম উঠল ২৯ লাখ টাকা


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৩ ২১:৩৮

আপডেট:
২৯ মার্চ ২০২৫ ০০:৪১

 ফাইল ছবি

সম্প্রতি সৌদি আরবে মেসি-রোনালদোর মধ্যকার দ্বৈরথ ফুটবল বিশ্বে বাড়তি উন্মাদনা ছড়িয়েছে। তারকা সম্বলিত সেই ম্যাচে শেষ হাসি হেসেছে মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বৃহস্পতিবারের (১৯ জানুয়ারি) সেই ম্যাচের পরে পিএসজি ফুটবলারদের জার্সি নিলামে তোলা হয়েছে।

নিলামে পিএসজির ১৭ জন খেলোয়াড়ের জার্সি বিক্রি করা হয়েছে। নিলামে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে খেলা ম্যাচে মেসির ব্যবহৃত জার্সি নিয়েই বেশি শোরগোল হয়েছে। সেই জার্সি নজর কেড়েছে সবার। এখনও পর্যন্ত মেসির জার্সির দাম উঠেছে পঁচিশ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৯ লাখ। যদিও নিলাম চলবে আরও আট দিন। ফলে মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে।

দীর্ঘদিন পর পরস্পরের বিরুদ্ধে মহারণে নেমেছিলেন বিশ্ব ফুটবলের দুই মহানায়ক। আর্জেন্টিনার মহাতারকাকে টেক্কা দিয়ে গিয়ে দারুণ খেলেছেন পর্তুগালের মহাতারকা। দেখালেন উপযুক্ত প্রতিপক্ষের সামনে এখনও জ্বলে উঠতে পারেন তিনি। দাবানল হয়ে একক উত্তাপে পুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষকে।

ম‌্যাচটা ফ্রেন্ডলি। কিন্তু থাকল তীব্র উত্তেজনা। লাল কার্ড, পেনাল্টি, উত্তেজনা, উন্মাদনা...সবকিছু। পিএসজি ৫-৪ গোলে জিতল। জিতলেন মেসি। কিন্তু হৃদয় জিতলেন রোনালদো নামের আরেক মহাতারকা। তিনিই ম‌্যাচের সেরা। মেসি-নেইমার-রোনালদো-এমবাপেরা এক ঘণ্টার কাছাকাছি মাঠে ছিলেন। তার পরে তাদের তুলে নেওয়া হয়। আরব দেশে অভিষেক হয়ে গিয়েছে রোনালদোর। এবার আল নাসের ক্লাবের হয়ে অভিষেক ঘটবে তার। সেই দিকেই তাকিয়ে সবাই।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top