নারী ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৩ ০৪:৩০
আপডেট:
২৯ মার্চ ২০২৫ ০০:৫০
-samakal-63cd0c0d06d6b.jpg.jpg)
অস্ট্রেলিয়ান ওপেনের নারী ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেল সানিয়া মির্জা। তার সঙ্গে জুটি গড়েছিলেন কাজাখাস্তানের আনা ড্যানিলিনা। এই ম্যাচে সানিয়াদের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটি। এই জুটির কাছে ৪-৬, ৬-৪, ২-৬ ব্যবধানে হারেন সানিয়া মির্জারা।
নারীদের ডাবলসে হারলেও অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়ার অভিযান শেষ হচ্ছে না। মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলছেন সানিয়া। শনিবার মিক্সস ডাবলসের ম্যাচে প্রথম বাধা টপকেছেন মির্জা-বোপান্না জুটি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ওপেনের পর পেশাদার টেনিস থেকে অবসর নেবেন সানিয়া মির্জা। যা আগে থেকেই জানিয়ে রেখেছেন তিনি। শেষটা স্বরণীয় করে রাখতে মিক্সড ডাবলস জিততে চান ভারতীয় টেনিস তারকা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: