শনিবার, ২৯শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


শান্তকে সতর্ক করল বিসিবি


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৩ ২৩:৫২

আপডেট:
২৯ মার্চ ২০২৫ ০০:৫২

 ফাইল ছবি

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে সিলেটের ব্যাটার নাজমুল হোসেন শান্ত লেভেল ১ এর বিসিবি কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। যে কারণে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। শান্ত ভেঙেছেন বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২।

যেখানে বলা আছে, ম্যাচ চলাকালীন সময়ে কোন ক্রিকেটীয় ব্যবহারকৃত জিনিস অপব্যবহার করা যাবে না। আনুষ্ঠানিক সতর্ক করাই নাজমুল হোসেন শান্তর নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ৭.৫ অনুযায়ী টুর্নামেন্টে কোন ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট ৪ হয়ে গেলে এই পয়েন্ট মিলে ম্যাচ সাসপেনশনে পরিণত হবে।

অন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও ডেভিড মিলন্স, তৃতীয় আম্পায়ার প্রাগিথ রাম্বুকওয়েলা ও চতুর্থ আম্পায়ার আলি আমরান রাজন নাজমুল হোসেন শান্তর ওপর অভিযোগ আনেন, যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। নাজমুল হোসেন শান্ত এই অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় এই ইস্যুতে আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভঙ্গে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানার সাথে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top