বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


মাশরাফীর উদ্যোগ 

৪৫ মিনিটে করোনা পরীক্ষা!


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২০ ০৪:০২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১৩

ছবি-সংগৃহীত

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই মানুষের হয়ে কাজ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি-বিন মুর্তজা। গরিব-দুঃখীদের মধ্যে ত্রাণ বিতরণ করা, নড়াইল হাসপাতালে জীবাণুনাশক বুথ স্থাপন করা, ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নেন। এবার নিজ জেলায় আরেকটি উদ্যোগ নিয়েছেন তিনি। আর তা হলো ৪৫ মিনিটের মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা করা।

মাশরাফির উদ্যোগে নড়াইল হাসপাতালে করোনা পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি এখন নড়াইল হাসপাতালে পৌঁছে গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটেই করোনার পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব।

আধুনিক সদর হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অত্যাধুনিক করোনা পরীক্ষার মেশিন হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন মাশরাফি।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমবিডিসি ও লাইন টিবি-লেপ এবং এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, জেলা প্রশাসক জনাব আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান এড সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, ডা. মশিউর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে নির্মিত এ মেশিনটি নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থাপনের ফলে মাত্র ৪৫ মিনিটে করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা যাবে এবং করোনা নেগেটিভ বা পজেটিভ ফলাফলও জানা যাবে।’

তিনি আরো বলেন, ‘মেশিন স্থাপনের ফলে নড়াইলবাসীকে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানতে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। করোনা ভাইরাস আক্রান্ত রোগী দ্রুততম সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। সংসদ সদস্য মাশরাফি-বিন মুর্তজার প্রচেষ্টায় নড়াইলে এটি চালু হতে যাচ্ছে। নড়াইলবাসীর জন্য একটি বড় সুসংবাদ।’


সম্পর্কিত বিষয়:

করোনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top