এখনই জাতীয় দলকে বিদায় বলছেন না নয়্যার
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩১
আপডেট:
২৬ মার্চ ২০২৫ ০৪:৫২

জাতীয় দল থেকে অবসরের কোন পরিকল্পনা আপাতত নেই জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পায়ের গুরুতর ইনজুরি কাটিয়ে আবারো জাতীয় দলের হয়ে মাঠে নামার ব্যাপারে তিনি আশাবাদী।
মিউনিখের সর্বাধিক প্রচলিত জার্মান দৈনিক শুডেশে জেইটাংয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী নয়্যার বলেছেন, ইতোমধ্যেই পায়ের ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরার বিষয়টি তিনি কোচ হান্সি ফ্লিককে জানিয়ে দিয়েছেন। পায়ের ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক।
এ সম্পর্কে নয়্যার বলেন, ‘হান্সি ফ্লিকের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। আমাদের মধ্যে প্রায়ই কথা হয়। আমার ফেরার ব্যপারে হান্সি নিশ্চিত। আমিও এজন্য যা করার প্রয়োজন তা করার চেষ্টা করছি।’
পশ্চিম জার্মানির সাবেক গোলরক্ষক টনি শুমেখার নয়্যারকে জাতীয় দল থেকে সড়ে গিয়ে ক্লাব ফুটবলের প্রতি নজর দেবার আহবান জানিয়েছেন। এই সম্পর্কে বায়ার্ন গোলরক্ষক বলেন, ‘সুপারিশ সবাই করতে পারে। যখন সময় আসবে আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে সত্য কথাটা বলবো। যা আমি আগেও করেছি। আমি যদি পারফর্ম করতে না পারি তবে নিজে থেকেই জায়গা ছেড়ে দিব। কিন্তু এই মুহূর্তে আমি সেটা চাইনা। যে সেরা সেই দলে সুযোগ পাবে। আমি যদি খেলতে চাই তবে আমাকে সেরা হয়েই মাঠে নামতে হবে। সবসময় সব খেলোয়াড়ের ক্ষেত্রে এটাই হয়ে থাকে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: