বুধবার, ২৬শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১৪

আপডেট:
২৬ মার্চ ২০২৫ ০৫:০৪

 ফাইল ছবি

১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপকে সামনে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

অতীতের সব ব্যর্থতা ভুলে ভালো কিছু করার লক্ষ্য টাইগ্রেসদের। কদিন আগেই বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, এখানে এসে আমরা খুব আনন্দিত, বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা অনেকেই অনেক বছর ধরে খেলছি, তবে এটা আমাদের মাত্র পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালের পর আমরা কখনো জিততে পারিনি, কিন্তু এবার নিজেদের সেরাটা দিয়েই লড়ব।'

বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর একটা বড় সুযোগ বলেও মনে করেন জ্যোতি। জানান, 'আমাদের দলের বড় শক্তি অনুপ্রেরণা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে আমাদের খেলার সুযোগ খুব একটা হয় না। ফলে আমরা সেভাবে প্রস্তুতিও নিতে পারি নাই। এ ধরনের টুর্নামেন্টে আমরা সেই সুযোগ পাই।

এটা আমাদের জন্য সুযোগ নিজেদের সামর্থ্য আর প্রতিভা দেখানোর। আমরা কিছুদিন আগে নিউজিল্যান্ড সফর করেছি। যদিও সেখানে জিততে পারেনি, তবে অনেক কিছু শিখেছি। আমাদের দলটা গত দুই মাসে অনেক পরিশ্রম করেছে। আমরা এখন বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আছি।'

৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অফিসিয়াল শেষ ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাঘিনীরা। কেপটাউনে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top