ফিরে যাচ্ছেন রিজওয়ান, আসছেন মঈন
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৫৩
আপডেট:
২৬ মার্চ ২০২৫ ০৪:৫৭

পাকিস্তানি ক্রিকেটারদের চলতি মাসের ২ তারিখের মধ্যেই বিপিএল ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান বোর্ড। যদিও অনুমতি নিয়ে ৮ তারিখ পর্যন্ত খেলেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে ১০ ফেব্রুয়ারির ম্যাচেও মোহাম্মদ রিজওয়ানকে দেখা যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। এরপরই তিনি উড়াল দেবেন পিএসএল খেলতে।
অবশ্য কুমিল্লা শিবিরে নতুন করে ফিরছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি। বৃহস্পতিবার গণমাধ্যমে কুমিল্লার সাপোর্ট স্টাফের এক সদস্য আরও একটি ম্যাচে রিজওয়ানের খেলার খবর নিশ্চিত করেছেন। এছাড়া নতুন করে রিজওয়ানের বদলি হিসেবে যে মঈন আলী ফিরছেন সে তথ্যও নিশ্চিত করেছেন।
কুমিল্লার সাপোর্ট স্টাফের সেই সদস্য বলেন, ‘কালকে খেলার পর চলে যাবে রিজওয়ান। তার বিকল্প হিসেবে মঈন আলী আসবে। আগামী দুই-একদিনের মাঝে ইংল্যান্ডের এই অলরাউন্ডার চলে আসবেন। ইনশাআল্লাহ দুই-একদিনের মাঝে মঈন আলী আমাদের দলে চলে আসবে।’
রিজওয়ান ছাড়াও বিপিএলে কুমিল্লার হয়ে এবারের মৌসুমে মাঠ মাতিয়েছেন খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ এবং হাসান আলী। টুর্নামেন্টের বাকি অংশের ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: