সোমবার, ২৪শে মার্চ ২০২৫, ১০ই চৈত্র ১৪৩১


পেনাল্টি ঠেকিয়ে মাঠেই মারা গেলেন বেলজিয়ান গোলরক্ষক


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৬

আপডেট:
২৪ মার্চ ২০২৫ ১০:১০

ছবি সংগৃহিত

ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে অনেকবার। এবারের ঘটনাটা আরও মর্মান্তিক। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিল মাঠেই দেখলেন নিজের শেষটা।

ঘটনা শনিবারের। বেলজিয়ামের আঞ্চলিক লিগে উইনকেল স্পোর্ট বি দল মুখোমুখি হয়েছে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে। ম্যাচের এক পর্যায়ে একটি পেনাল্টি ঠেকানোর পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন এসপিল।

বেলজিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিপক্ষ দলের পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এসপিল। এরপরই মাঠে ছুটে আসে মেডিকেল দল। কিন্তু আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমকে এসপিলের এক আত্মীয় জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এসপিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top