বাংলাদেশ সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দলে জ্যাকস
প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:২১

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ছিলেন তরুণ ব্যাটার উইল জ্যাকস। তবে এবার ওয়ানডে দলেও সুযোগ পেলেন ডানহাতি এই ব্যাটার। মূলত টম অ্যাবেলের সাইড স্ট্রেইন চোটের কারণে ইংলিশদের ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে জ্যাকসকে।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মিরপুর শের-ই বাংলার স্টেডিয়ামে শনিবার দলীয় অনুশীলনে ঘাম ঝরিয়েছে ইংল্যান্ড দল। সেখানে ছিলেন দলের সকল ক্রিকেটারই। প্রথমে মিরপুরের মূল মাঠে এরপর একাডেমি মাঠে ব্যাট-বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। আগামী ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর, দুপুর বারোটা
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর, দুপুর বারোটা
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, দুপুর বারোটা
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, বেলা তিনটা
১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বেলা তিনটা
১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বেলা তিনটা
আপনার মূল্যবান মতামত দিন: