মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


টিকিটে ইংল্যান্ডের পতাকা ব্যবহারে ভুল, বিসিবি বলছে -প্রিন্টিং মিস


প্রকাশিত:
১ মার্চ ২০২৩ ০৪:৫৭

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ১৯:৪৭

ছবি সংগৃহিত

প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজ শুরুর আগে থেকেই মাঠের খেলার চেয়ে বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনা চলছে। যখন আর মাত্র ঘণ্টা বিশেক বাকি, তখনও আলোচনার কেন্দ্রে বাইরের বিষয়। এবার ম্যাচের টিকিটে ধরা পড়েছে বড় ভুল। ইংল্যান্ডের পতাকায় জায়গায় যুক্তরাজ্যের পতাকা ব্যবহারে ইতোমধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

পতাকা ব্যবহারে ভুলের ঘটনাকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে দাবি করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু। তিনি জানান, ‘আমি দেখেছি এটা (টিকিটে ভুল)। ওটা আসলে প্রিন্টিং মিসটেকের কারণে হয়েছে। সেটি ইতোমধ্যে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টিকিট কারেকশনে চলে গেছে। আমরা একটা প্রেস রিলিজ দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি।’

তবে ভুল টিকিটেই দর্শকদের প্রথম ম্যাচ দেখতে হবে। টিটু জানান, ‘প্রথম ম্যাচের তো টিকিট হয়ে গেছে। এখন দ্বিতীয় ম্যাচ থেকেই এর পরিবর্তন হয়ে যাবে।’

মূলত টিকিটে ইংল্যান্ডের জায়গায় যুক্তরাজ্যের পতাকার ছবি ছাপানো হয়েছে। অথচ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ কয়েকটি দেশ মিলে যুক্তরাজ্য গঠিত। ক্রিকেটে তাদের প্রত্যেকেই আলাদাভাবে খেলার আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে।

অন্যদিকে, অলিম্পিকে যুক্তরাজ্য হিসেবে অংশ নিলেও ক্রিকেটে ইংল্যান্ড আলাদা দল হিসেবেই খেলে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top