মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


এ বার ঘুমোতে যাও, কাকে বললেন মেসি


প্রকাশিত:
১ মার্চ ২০২৩ ২২:১৯

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ১৯:৫৭

ফাইল ছবি

৭ম বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই পুরস্কার নিতে গিয়ে মেসি সবাইকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি শুধু একজন ফুটবলারই নন, দায়িত্বশীল পিতাও।

পুরস্কার হাতে বক্তৃতা দিতে গিয়ে মেসি বলেন, আমি সন্তানদের উদ্দেশে একটি চুম্বন দিতে চাই। ওরা নিশ্চয়ই এই পুরস্কার অনুষ্ঠান দেখছে। থিয়াগো, মাতেয়ো এবং সিরো, আমি তোমাদের খুব ভালোবাসি। তবে এখন অনেক রাত হয়েছে। এ বার শুতে চলে যাও।

মেসির এই কথা শুনে গোটা হলভর্তি মানুষ হাসতে থাকেন।

পুরস্কার পাওয়ার পর মেসি আরও বলেন, এখানে আবার আসতে পেরে ভালো লাগছে। বেঞ্জেমা এবং এমবাপেকেও অভিনন্দন। ওদের দু’জনের কাছেও দুর্দান্ত গেছে বছরটা। এই সম্মান আমার কাছে বিশেষ। সব সতীর্থ এবং কোচ স্কালোনিকে ধন্যবাদ জানাতে চাই। ওদের জন্যে আজ আমরা এখানে।

গত বছরের স্মৃতিচারণ করে মেসি বলেছেন, দারুণ একটা বছর কেটেছে। অনেক লড়াইয়ের পর নিজের স্বপ্নপূরণ করেছি। আমার ফুটবল জীবনে বিশ্বকাপ জয় সবার উপরে থাকবে। অনেকেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। পায় খুব কম লোকই।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top