৭ বছর ২৪১ দিন পর দলে ফিরেই রেকর্ড বইয়ে রনি
প্রকাশিত:
১০ মার্চ ২০২৩ ০২:৫০
আপডেট:
২৩ মার্চ ২০২৫ ০৪:৫২

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল রনি তালুকদারের। সেবার মোটে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। এরপর দ্বিতীয় ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয়েছে প্রায় ৮ বছর।
সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাট হাতে দাপট দেখিয়ে আবারো দলে ফিরলেন রনি। আর তাতেই হয়ে গেছে রেকর্ড।
২০১৫ সালের জুলাইয়ে অভিষেকের ঠিক ১০০ ম্যাচ পর নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন রনি তালুকদার। দুই ম্যাচের মাঝে যা দ্বিতীয় সর্বোচ্চ বিরতি। ২০১৩ থেকে ২০২১ সাল ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাসের বিরতি ছিল ১০২ ম্যাচ।
বাংলাদেশের হিসেবে এতদিন এই রেকর্ড ছিল এনামুল হকের দখলে। ২০১৫ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত টানা ৭৯ ম্যাচ মিস করেন এনামুল। এছাড়া ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত টানা ৫০ ম্যাচ বাইরে থাকতে হয়েছিল আবুল হাসান রাজুকে।
সময়ের হিসেবেও এনামুলকে ছাড়িয়ে গেছেন রনি। এনামুলের দুই ম্যাচের মাঝে বিরতি ছিল ৬ বছর ২২৯ দিনের। রনি ৭ বছর ২৪১ দিন পর আরেক ম্যাচ খেলতে নেমেছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: