শুক্রবার, ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


পিএসজিতেই থাকতে চান মেসি, নতুন চুক্তি সই নিয়ে নানান শর্ত


প্রকাশিত:
১১ মার্চ ২০২৩ ২২:৫৬

আপডেট:
২৮ মার্চ ২০২৫ ০৬:১০

 ফাইল ছবি

পিএসজির সর্বেসর্বা হয়ে উঠতে চাইছেন কিলিয়ান এমবাপে। তিনি চাইছেন সব আর্জেন্টাইনকে তাড়াতে। এ খবর কানে আসার পরেই নিজের কাজ শুরু করে দিয়েছেন লিওনেল মেসি। প্যারিসের ক্লাবের সঙ্গে তিনিও দর বাড়াতে শুরু করেছেন।

এমবাপে যদি রাজা হয়ে উঠতে চান, তা হলে মেসিও যে সাধারণ প্রজার মতো বসে থাকবেন না, এটা এখনই বলে দেওয়া যায়। মেসির জীবনী যিনি লিখেছেন, সেই গিলেম বালাগ পিএসজির সঙ্গে আর্জেন্টিনার ফুটবলারের চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন।

তার দাবি, মেসির বাবা জর্জের সঙ্গে পিএসজি ডিরেক্টর লুই কাম্পেসোর কথাবার্তা চলছে। মেসি যে পিএসজিতেই থাকতে চান, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু চুক্তি সই করার আগে অনেক শর্ত চাপাতে চলেছেন তিনি। তার মধ্যে এমন কিছু বিষয়ও রয়েছে যেগুলো ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে।

বালাগের দাবি, যদি এমবাপে ক্লাব ছাড়েন, যদি কাতার আর পিএসজিতে বিনিয়োগ না করে বা আর্থিক কারণে পিএসজি যদি মেসি বা অন্য কোনও ফুটবলারকে বিক্রি করে, তার প্রতিফলন কী হতে পারে, এ সবই আগে জেনে নিতে চাইছেন মেসি। তারপরেই চুক্তিতে সই করবেন।

বালাগ এটাও জানিয়েছেন, চুক্তি নিয়ে কথা চলছে মানেই মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। যার সঙ্গে কথা চলছে, সেই কাম্পোসই হয়তো ক্লাব ছাড়তে পারেন। তখন পরিস্থিতি বদলে যেতে পারে। কাতারের মালিকরা কী বলছেন, তার উপরেও অনেক কিছু নির্ভর করছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top