মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


ডেনমার্ককে হারাল বেলজিয়াম


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৪

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫০

ফাইল ছবি

ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়া বেলজিয়াম বিরতির পর জালের দেখা পেল আরও একবার। ডেনমার্কের বিপক্ষে প্রত্যাশিত জয়ে উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসর শুরু করল রবের্তো মার্তিনেসের দল।

কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে শনিবার ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচ ২-০ গোলে জিতেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। প্রথমার্ধে জেসন দেনেইয়ার দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ড্রিস মের্টেন্স।

নবম মিনিটে ম্যাচের প্রথম কর্নার থেকে এগিয়ে যায় বেলজিয়াম। খুব কাছ থেকে বাঁ পায়ের টোকায় বল জালে পাঠান অলিম্পিক লিওঁর ডিফেন্ডার দেনেইয়ার।

২৫তম মিনিটে সমতায় ফিরতে পারত ডেনমার্ক। ডি-বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেলজিয়ামের গোলরক্ষক।

৭৫তম মিনিটে গোল পেতে পারতেন রোমেলু লুকাকু। ডি-বক্সের বাঁ দিকে একজন খেলোয়াড়কে কাটিয়ে তার নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান ডেনমার্কের গোলরক্ষক কাসপের স্মাইকেল।

পরের মিনিটেই ব্যবধান বাড়ান মের্টেন্স। ছোট ডি-বক্সে জটলার ভেতর থেকে একজন খেলোয়াড়ের শট গোলরক্ষক ফেরানোর পর জালে পাঠান নাপোলির এই ফরোয়ার্ড।

গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডের মাঠে ১-০ গোলের জয় পায় গত আসরে চার দলের ফাইনালসে ওঠা ইংল্যান্ড।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top