তাসকিন-হাসানদের তোপে শুরুতেই বিপদে ইংল্যান্ড
প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ২১:৫৮
আপডেট:
২৮ মার্চ ২০২৫ ০৬:১৩

ইতিহাস গড়ার লক্ষ্যে খেলতে নেমে বল হাতে দারুণ শুরু বাংলাদেশের। তাসকিনের আগ্রাসী শুরুর পর বল হাতে সাফল্য পেলেন একে একে সাকিব, হাসান মাহমুদ ও মিরাজরা।
অন্যদিকে, সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও শুরুটা খারাপ হয়নি তাদের। ভালোই শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান এবং ফিল সল্ট। তবে তাদেরকে বেশি দূর এগোতে দেননি তাসকিন আহমেদ। ডেভিড মালানকে ৫ রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন এই পেসার।
শুরুতে মালানকে হারিয়ে ততক্ষণেও চাপে নুইয়ে পড়েনি ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগোচ্ছিলেন ফিল সল্ট। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন মঈন আলি। তবে আক্রমণে এসেই ফিল সল্টকে ফেরালেন সাকিব আল হাসান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: