শুক্রবার, ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


এই সাকিব দুরন্ত-অপ্রতিরোধ্য, সঙ্গে ‘ম্যাজিশিয়ান’ও


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৩ ১৮:৫৭

আপডেট:
২৮ মার্চ ২০২৫ ১৩:৩৪

 ফাইল ছবি

পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যদি হয় চাঁদ, তবে বাংলাদেশ ক্রিকেটের সেই চাঁদ হলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন নম্বর ওয়ান এই অলরাউন্ডার।

এমন কোনো ম্যাচ নেই বাংলাদেশের যেদিন ব্যাট-বল কিংবা অধিনায়কত্ব দিয়ে তিনি নজর কাড়েননি। সাকিব যেখানেই যান সব আলো নিজের দিকে কেড়ে নেওয়ার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়।

নিজের নামের সঙ্গে কত-শত সমালোচনা, কেবল তিনি সাকিব বলেই হয়তো তিনি সেসব পাশ কাটাতে পেরেছেন। মাঠের বাইরে যাই করেন না কেন, ক্রিকেট মাঠে সাকিব শতভাগ ঢেলে দেন। অবশ্য ক্যামেরার সেই আলো নিজের দিকে নিতে একপ্রকার বাধ্যই করেন সাকিব।

বছরের পর বছর নিজের পারফর্ম দিয়ে বিশ্বক্রিকেটে নিজের নামের পাশাপাশি বাংলাদেশের পতাকাকেও দিয়েছেন আলাদা পরিচয়। সম্প্রতি ব্যাট-বলের পাশাপাশি সাকিব দুরন্ত এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন নিজের অধিনায়কত্বেও।

সবশেষ মঙ্গলবার (১৪ মার্চ) ঘরের মাঠে সাকিবের নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। তবে ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘কী পরিবর্তন হয়েছে, আমি জানি না। এশিয়া কাপ থেকে বোধহয় অধিনায়কত্ব শুরু হয়েছে আমার।

আমরা হয়তো সেখানে ম্যাচ জিততে পারিনি, কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপে আমরা এতই দুর্ভাগা যে ভালো খেলেও সেমিফাইনাল খেলতে পারিনি। একটা ম্যাচ বেশি জিতলেই সেমিফাইনাল খেলতে পারতাম, ওই সুযোগ আমাদের ছিল।’

বড় দলকে হারানোর আত্মবিশ্বাস অবশ্য সাকিবের জন্মেছে আগের সেই বিশ্বকাপ থেকে। সে কথা খোলাসা করে তিনি বলেন, ‘জানতাম আমরা খুবই ক্লোজ ছিলাম। আমার মনে হয় পুরো দলেরই বিশ্বকাপ থেকে এই আত্মবিশ্বাস জন্মেছে যে আমরা বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বিশ্বকাপে যাওয়ার আগে অনেক সংশয় ছিল, কিন্তু বিশ্বকাপের পারফরম্যান্স জানান দিয়েছে বড় দলের সঙ্গেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে সাকিব বলছিলেন, ‘যখন হোমে খেলা, আত্মবিশ্বাস আরও বেশি ছিল। আমরা জানতাম ভালো খেললে ইতিবাচক ফল আসবে। ইংল্যান্ডের কিছু ব্যাটার কম ছিল। যে জায়গাতে আমাদের ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল, করতে পেরেছি। যখন ওদের তিন-চার উইকেট পড়ে গেছে, এরপর ওরকম ব্যাটার ছিল না। ওটা আমাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ ছিল।’

অন্যদিকে, সাকিবকে ম্যাজিশিয়ান বলে অ্যাখা দিলেন বিসিবি সভাপতি নাজমুল জাসান পাপন, ‘ওকে (সাকিব আল হাসান) অধিনায়ক হিসাবে ম্যাজিশিয়ান মনে হয় কিনা এমন চিন্তা মাথায় আসে নাই। খেলোয়াড় হিসাবে তো ও ম্যাজিশিয়ানই। এটা অস্বীকার করার কোন ব্যাপার নেই। সে আমাদের সেরা খেলোয়াড়। বাংলাদেশে ওর সঙ্গে মেলানোর মতো আসলে কোন খেলোয়াড় নেই।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top