শনিবার, ২২শে মার্চ ২০২৫, ৮ই চৈত্র ১৪৩১


ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন হাসান


প্রকাশিত:
২০ মার্চ ২০২৩ ২০:১৯

আপডেট:
২২ মার্চ ২০২৫ ০৬:২০

ছবি সংগৃহিত

দ্বিতীয় ওয়ানডেতে সিলেটে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেছিলেন হাসান। ওই ম্যাচে ৭ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকা ডানহাতি পেসার একাদশে ফিরলেন পাঁচ ম্যাচ পর।

প্রথম ওয়ানডের আগে ফুটবলের আঘাতে চোখে চোট পাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচেও নেওয়া হয়নি।

প্রথম ওয়ানডে জিতে ইতোমধ্যে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। আজ সিলেটে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেজ, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top