৭৬ রানের লজ্জাজনক রেকর্ড শ্রীলঙ্কার
প্রকাশিত:
২৫ মার্চ ২০২৩ ২২:২৯
আপডেট:
২১ মার্চ ২০২৫ ০৯:২৫

লঙ্কানদের সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই জিততে হয়েছিল। কিন্তু এত গুরুত্বপূর্ণ সিরিজে ১৯৮ রানের বড় পরাজয় দিয়ে শুরু করে তারা।
রান তাড়া করতে গিয়ে ৭৬ রানে অলআউট হয়ে লজ্জাজনক রেকর্ডও গড়েছে শ্রীলঙ্কা। তারা ইতিহাসে দ্বিতীয় দল যারা টানা দুই ওয়ানডেতে ১০০-এর নিচে অলআউট হয়েছে।
নিউজিল্যান্ড ৩ বল বাকি থাকতে অলআউট ২৭৪ রান করে। জবাবে লঙ্কানরা লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায়।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলের ১৪ রানেই দুই ওপেনারকে হারিয়েছে তারা। এরপর কুশল মেন্ডিস ২০ রানে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এখান থেকে তারা আর ফিরতে পারেনি।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান এসেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। এর বাইরে শুধুমাত্র চামিকা করুনারত্নে (১১) ও লাহিরু কুমারা (১০)। দুটি পরিসংখ্যান অতিক্রম করেছেন। শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়ে দেন হেনরি শিপলি। ডানহাতি এই পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। ড্যারিল মিচেল ও ব্লেয়ার টিকনার নেন দুটি করে উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২৭৪ রান করে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম বাদে বাকি সবাই ডাবল ডিজিটের হিট পেয়েছেন। যদিও বড় ইনিংস খেলেছেন শুধু ফিন অ্যালেন। ৫১ রান করে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।
অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি রচিন রবীন্দ্র। তিনি ৫২ বলে করেছেন ৪৯ রান করেন। মিচেল ৫৮ বলে ৪৭ রান করেন। শেষ পর্যন্ত, গ্লেন ফিলিপসের 42 বলে 39 রানের ইনিংস স্বাগতিকদের জন্য একটি বড় পুঁজি নিশ্চিত করে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে চামিকা ৪৩ রানে ৪ উইকেট নেন। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং রেকর্ড।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: