২ ঘণ্টাতেই বাংলাদেশ হারাল দুটি রিভিউ
প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৩ ১৮:৩২
আপডেট:
২১ মার্চ ২০২৫ ০৬:১৬

ক্রিকেট ম্যাচ চলাকালে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিতে পারে দলগুলো। কিন্তু সেই সুবিধা বাংলাদেশ যথাযথভাবে ব্যবহার করতে পারে না বলে অভিযোগ দীর্ঘ দিনের। সাধারণত আউট হওয়ার ব্যাপারে বোলার ও উইকেটরক্ষকের নিশ্চয়তা নিয়েই অধিনায়করা রিভিউ’র সিদ্ধান্ত নেন।
তবে এক্ষেত্রে বরাবরই বাংলাদেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের দুই ঘণ্টাতেই সাকিব আল হাসানের দল দুটি রিভিউ হারিয়েছে।
ফলে আইরিশদের প্রথম ইনিংস শেষ হতে অন্তত দেড়দিন সময় থাকলেও বাংলাদেশের হাতে মাত্র একটি রিভিউ অবশিষ্ট আছে। ১৪ ওভারের মধ্যে দুটি রিভিউ নষ্ট করল বাংলাদেশ। তাইজুল ইসলামের পর মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে রিভিউ নিয়ে সাকিব ব্যর্থ হন।
বল ট্র্যাকিংয়ে দেখা যায়, স্পিন করে বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। সে সময় শূন্য রানে ছিলেন টেক্টর। পরে তাইজুলকে চার মেরে রানের খাতা খুলেন তিনি। বেরিয়ে এসে ছক্কায় ওড়ান মিরাজকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫.২ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: