শনিবার, ২২শে মার্চ ২০২৫, ৮ই চৈত্র ১৪৩১


মুস্তাফিজদের আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ১৮:৩৯

আপডেট:
২২ মার্চ ২০২৫ ০৬:৫৮

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) একদমই ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটিতেই হেরে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাই স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলেরও তলানিতে তারা।

কোথায় পিছিয়ে পড়ছে দিল্লি, সেটা বুঝতে পেরেছেন দলের মেন্টর সৌরভ গাঙ্গুলী। সমস্যা সমাধানের উপায়ও বাতলে দিলেন তিনি।

সৌরভের মতে, দলের বেশির ভাগ ক্রিকেটার তরুণ। তাই ছন্দ পেতে একটু সময় লাগছে তাদের। তিনি বলেছেন, ‘হার সব সময় আঘাত দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যেভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভালো দল তৈরি হতে একটু সময় লাগছে।’

তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার কথা বললেও তাড়াতাড়ি ভুল শুধরে নেওয়ার পরামর্শও দিয়েছেন সৌরভ। শনিবার (১৫ এপ্রিল) বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেখাতে বলেছেন তিনি।

সৌরভের কথায়, ‘আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। একই ভুল বার বার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে। তবেই ভুল শোধরানো যাবে।’

অক্ষর প্যাটেলের প্রশংসা শোনা গেছে সৌরভের মুখে। তবে বাকিদেরকেও অক্ষরকে সাহায্য করতে হবে বলে জানিয়েছেন তিনি। সৌরভ বলেছেন, ‘অক্ষর যেভাবে খেলছে তা এক কথায় অসাধারণ। কিন্তু ওর একার পক্ষে ম্যাচ জেতানো যাবে না। তার জন্য বাকিদেরও এগিয়ে আসতে হবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top