গোল্ডেন ডাক খেলেন লিটন
প্রকাশিত:
৯ মে ২০২৩ ২২:২৫
আপডেট:
২০ মার্চ ২০২৫ ১০:৪৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। এরফলে বাকি ম্যাচগুলো সাইডবেঞ্চে বসেই কাটাতে হয়েছিল তাকে। এবার জাতীয় দলে ফিরেও ব্যর্থ এই ওপেনার।
চেমসফোর্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আইরিশদেরে হয়ে বল হাতে ইনিংস ওপেনার করা জশ লিটল প্রথম ওভারেই বেশ ভুগিয়েছেন ব্যাটারদের। নতুন বলে এই পেসারের বাড়তি সুইং আর পেস সামলাতে পারেননি লিটন।
ইনিংসের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর ইয়র্কার করেছিলেন লিটল, সেখানে সোজা ব্যাটে ডিফেন্স করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি লিটন। তাতে বল আঘাত হানে তার প্যাডে। আর আম্পায়ার তাতে আঙ্গুল তুলতে খুব একটা সময় নেননি।
১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩ রান। তামিম উইকেটে আছেন ৩ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার শান্ত এখনও রানের খাতা খুলতে পারেননি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: