হাসানকে ‘বিশ্বমানের’ বোলার বলছেন তামিম
প্রকাশিত:
১৫ মে ২০২৩ ২৩:০০
আপডেট:
২০ মার্চ ২০২৫ ১০:৩২

বয়স মোটে ২৩। অভিজ্ঞতা স্রেফ ১০ ওয়ানডের। কিন্তু হাসান মাহমুদের বোলিং আর শরীরী ভাষা দেখে তা কে বলবে! তামিম ইকবাল তো রায় দিয়েই দিলেন, বয়সের তুলনায় অনেক পরিণত এই পেসার।
নতুন বলে দুই দিকে সুইং ও নিয়ন্ত্রণ, পুরনো বলে কার্যকারিতা, মাথা খাটিয়ে ব্যাটসম্যানকে পড়ে বল করা, সব দিক থেকেই নজর কেড়েছেন হাসান। সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে হাসান নিয়েছেন ৩ ম্যাচে দলের সর্বোচ্চ ৫ উইকেট।
তামিম বলেন, 'সে এখন যেভাবে বোলিং করছে, তা বিশ্বমানের। বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীরস্থির।'
'তার জন্য এটি বড় শিক্ষাও। অনুশীলনে কেউ হাজারটা বল করতে পারে। কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুণ। এখান থেকে সে অনেক কিছু শিখবে।'-আরও যোগ করেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: