বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা মেসির


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৩ ০১:৫৮

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ২১:৪৫

 ফাইল ছবি

মায়ামিতে সময়টা ভালো কাটছে লিওনেল মেসির। সেখানে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। ঘোরাঘুরি করছেন। পরিবারের জন্য মুদি বাজার করতেও দেখা গেছে তাকে।

এবার ঘোরাঘুরির এক পর্যায়ে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। অল্পের জন্য ওই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বার্সেলোনা ও পিএসজির পর ইন্টার মায়ামিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁ-পায়ের জাদুকর।

মায়ামির এক রাস্তায় চলার সময় মেসির গাড়ি ট্রাফিক আইন অমান্য করে। লাল বাতি জ্বললেও সিগনালে না দাঁড়িয়ে তার গাড়ি চলতে থাকে। অপরপ্রান্ত দিয়ে জোরের ওপর একটি গাড়ি চলে যায়। মেসির গাড়ি আসতে দেখে অন্য সিগনালের চালক সতর্ক থাকায় তিনি দাঁড়িয়ে পড়েন।

তা না হলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারতো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি মেসির দুর্ঘটনা থেকে বাঁচার একটি ভিডিও দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। অবশ্য গাড়ি মেসি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ তা নিশ্চিত করা হয়নি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top