বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


এমবাপেকে পেতে সৌদি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩ ০০:২৭

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১৮:০২

 ফাইল ছবি

দলবদলের বাজারে সবচেয়ে বড় আকর্ষণের নাম এখন কিলিয়ান এমবাপে। প্যারিস সেইন্ট জার্মেইনে তার থাকা হচ্ছেনা, এটা অনেকখানিই নিশ্চিত।

দলের প্রাকমৌসুম সফরে জাপান না যাবার পরেই নিশ্চিত হয়, দল ছাড়তে হচ্ছে এমবাপেকে। দ্য প্যারিসিয়ানদের চাওয়া, এই গ্রীষ্মেই মোটা অঙ্কের ট্রান্সফার ফি’র বিনিময়ে দল ছাড়ুক বিশ্বকাপজয়ী এই তারকা।

এমবাপের এমন অবস্থায় তার প্রতি আগ্রহী হয়েছে অনেকেই। সেই তালিকায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল, চেলসি এবং লিভারপুলের মতো ক্লাবও। এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এমবাপে নিজেও চান লস ব্লাঙ্কোসদের হয়ে খেলতে। তবে, এমবাপেকে পাবার জন্য সবচেয়ে বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাব আল-হিলাল।

মৌসুম শুরুর আগে আল-হিলালের মূল লক্ষ্য ছিল লিওনেল মেসি। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা অবশ্য বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে। মেসিকে না পেয়ে এবার মেসিরই সাবেক সতীর্থ এমবাপের দিকে হাত বাড়িয়েছে তারা। ফ্রেঞ্চ এই স্ট্রাইকারের জন্য ২০০ মিলিয়ন দাম দিতেও রাজি তারা।

মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়াও আকাশছোঁয়া এক বেতনের প্রস্তাব দিয়ে রেখেছে আল-হিলাল। দুই বছরে ৪০০ মিলিয়ন ইউরো বেতন দেয়া হবে ২৪ বছর বয়েসী এই তারকাকে।

যদিও সৌদি আরবের এই বিশাল অঙ্কের প্রস্তাবে এমবাপের রাজি হবার সম্ভাবনা নেই বললেই চলে। দলীয় এবং ব্যক্তিগত সাফল্য পেতেই পিএসজি থেকে বিদায় নিতে আগ্রহী এমবাপে। সৌদি ক্লাবে গিয়ে যা পাওয়া কিছুটা অসম্ভব তার জন্যে।

ফ্রেঞ্চ এই তারকার সাথে সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে ক্লাবের মতবিরোধ দেখা দিয়েছে। যার ফলাফল হিসেবে তাকে রেখেই প্রাক মৌসুমের সফর শুরু করেছে পিএসজি। শেষ পর্যন্ত এমবাপে অবশ্য কোথায় যাবেন, তা অনেকটাই পরিস্কার। খুব সম্ভবত রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতেই আগামী মৌসুমে দেখা যেতে পারে এই তারকাকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top