বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


যে কারণে নিজেকে অধিনায়ক করেছেন লিটন


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৩ ২৩:৪৭

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১৪:২২

 ফাইল ছবি

বৃহস্পতিবার (১০ আগস্ট) একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের পছন্দের বিশ্ব একাদশ জানিয়েছেন লিটন কুমার দাস। যেখানে নিজেকে উইকেটকিপার ব্যাটার ও অধিনায়ক হিসেবে রেখেছেন লিটন দাস। আর তাতেই যেন বিপত্তি বেধেছে।

বিশ্বসেরা ক্রিকেটারদের তালিকায় নিজেকে নেতা হিসেবে রাখায় লিটনকে নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।

তবে আসল ঘটনা হল, সেই একাদশ বানানোর আগে লিটনকে কিছু শর্ত দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, এই একাদশে লিটনের নিজেকে রাখতে হবে এবং অধিনায়ক থাকতে হবে। সেই শর্ত অনুসারেই বিশ্বসেরা একাদশে অধিনায়ক হিসেবে রেখেছেন এই উইকেটকিপার ব্যাটার।

লিটনের একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের মারকুটে ওপেনার বীরেন্দর শেবাগ। সাথে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার সনাৎ জয়সুরিয়া। টপঅর্ডারের বাকি দুই অবস্থানে আছেন ওয়ানডে ক্রিকেটের দুই সর্বোচ্চ রানসংগ্রাহক শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিং। দলের পরের দুই অবস্থানে আছেন দুই বাংলাদেশি। উইকেটরক্ষক এবং অধিনায়ক পদে আছেন লিটন নিজেই। এরপরেই আছেন সাকিব আল হাসান।

তিন পেসারের দলে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার। তাদের সঙ্গ দিতে আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। দলের দুই বিশেষজ্ঞ স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।

লিটনের সেরা একাদশ

১। বীরেন্দর শেবাগ

২। সনাৎ জয়সুরিয়া

৩। শচীন টেন্ডুলকার

৪। রিকি পন্টিং

৫। লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক)

৬। সাকিব আল হাসান

৭। ওয়াসিম আকরাম

৮। শেন ওয়ার্ন

৯। মুত্তিয়া মুরালিধরন

১০। শোয়েব আখতার

১১। চামিন্দা ভাস


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top