দুই বছরের চুক্তিতে আল হিলালে নেইমার
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৩ ২৩:০৬
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১৪:১৪

পিএসজি ছাড়ছেন নেইমার জুনিয়র, এটা নিশ্চিতই ছিল। তবে এতদিন অনিশ্চিত ছিল তার পরবর্তী গন্তব্য। এবার সেটাও নিশ্চিত হয়ে গেছে। ফ্যাবজিও রোমানিও দাবি করেছেন, এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শীঘ্রই পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে।
ইতোমধ্যেই সব ধরনের ডকুমেন্টসে দুই পক্ষই সাক্ষর করেছে। আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তির মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। সৌদির বিমান ধরার আগে আজই মেডিকেল টেস্ট করবেন এই ব্রাজিলিয়ান তারকা।
বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। আল হিলালেও দশ নম্বর জার্সি পাবেন নেইমার।
এ সপ্তাহের শেষের দিকেই ক্লাবের পক্ষ থেকে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। চুক্তি অনুযায়ী নেইমারের ফি ক্লস হিসেবে ১০০ মিলিয়ন ইউরো পাবে পিএসজি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: