আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৩ ১৯:৪৯
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১৪:২৫

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দীর্ঘদিন দলের বাইরে থাকা পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও মনোযোগ দিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বলে জানিয়েছেন পাক এই তারকা পেসার।
আজ (বুধবার) সোশ্যাল মিডিয়া টুইটারে এক বার্তায় অবসরের ঘোষণা দেন পাকিস্তানের গতিময় এই পেসার। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।
টুইটবার্তায় ওয়াহাব রিয়াজ লিখেছেন, অবিশ্বাস্য সময় পেরিয়ে অবশেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটে দীর্ঘ পথচলায় পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), পরিবার, কোচ, সতীর্থ থেকে শুরু করে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
২০০০ সালে পাকিস্তানের হয়ে শেষবার খেলেছেন ওয়াহাব। জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট, ৯২টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচের ক্যারিয়ারে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: