করোনাভাইরাসে ম্যাচ বাতিল
প্রকাশিত:
৩ অক্টোবর ২০২০ ০৪:৫১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:০৭

কিলমারনক ফুটবল ক্লাবের ছয় ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসায় স্কটিশ প্রিমিয়ারশিপে মাদারওয়েলের বিপক্ষে তাদের শুক্রবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।
গত সপ্তাহের শুরুর দিকে কিলমারনকের তিন ফুটবলারের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার দলের আরও তিন জন পজিটিভ হওয়ার পর কিলমারনকের অনুরোধে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় স্কটিশ প্রফেশনাল ফুটবল লিগ (এসপিএফএল)।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত কিলমারনকের পুরো স্কোয়াডকে সেলফ-আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: