সাকিবের অধিনায়কত্ব নিয়ে মুখ খুলল বিসিবি
প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩ ১৫:১৬
আপডেট:
১৮ মার্চ ২০২৫ ২১:২৫

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান সব সময় থাকেন আলোচনায়। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে টাইগার ক্রিকেটে ঘটে যাওয়া সব ঘটনা সবারই জানা। বিশ্বকাপের বিমান ধরার আগে এক সাক্ষাতকারে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর একদিনও তিনি আর অধিনায়কত্ব করবেন না। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ভিন্ন কথা।
বিশ্বকাপের আগে বিসিবিও জানিয়েছিল, বিশ্বকাপ পর্যন্ত সাকিব অধিনায়ক থাকবেন। কিন্তু এবার ভিন্ন সুরে টাইগার ক্রিকেট বোর্ড। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবকে লম্বা সময়ের জন্য নেতৃত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে, আপনারা এটা জানেন। এটার মধ্যে বর্তমানে সে সব সংস্করণের অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সেই অধিনায়ক। এখন সামনের সংস্করণগুলো সে অধিনায়ক থাকবে কী থাকবে না, এরকম কোনো প্রশ্ন উঠেনি। সে জানে সে এখনো অধিনায়ক।’
সাকিব বর্তমানে ইনজুরিতে থাকায় তাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে বিপিএল দিয়েই জাতীয় দলের ক্রিকেট ফিরবেন সাকিব।
সম্পর্কিত বিষয়:
বাংলাদেশের
আপনার মূল্যবান মতামত দিন: