শুরুতেই ফিরলেন রনি
প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:২০

নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম ওয়ানডে জয়ের পর এবার বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টিতেও জয়ের হাতছানি। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। এ ম্যাচে টসে জিতে আগে লাল-সবুজ দলের অধিনায়ক নাজমুল শান্ত আগে বোলিং নেয়ার পর বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মাহেদী-শরিফুল ইসলামরা।
টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ গড়ে ব্ল্যাকক্যাপসরা। কিন্তু জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দ্বিতীয় ওভারেই অ্যাডাম মিলনের বলে সাজঘরে ফিরেছেন ওপেনার রনি তলুকদার।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাত করতে নেমে শুরুটা আজ ভালো হয়নি টাইগারদের। টিম সাউদির করা প্রথম ওভারের পঞ্চম বলে দারুণ এক ছয় হাঁকিয়ে দারুণ কিছুরই আভাস দিয়েছিলেন রনি তালুকদার। তবে টাইগার সফল হতে পারেননি। দ্বিতীয় ওভারেই অ্যাডাম মিলনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন তিনি।
৭ বলে ১০ রান করে রনি ফেরার পর ক্রিজে লিটন দাসের সঙ্গী হয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রান।
আপনার মূল্যবান মতামত দিন: