বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ড্রয়ের পর হারল আবাহনী


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:১০

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর চলতি লিগ মোটেও সুখকর যাচ্ছে না। লিগের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ড্রয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে ফর্টিজ এফসির বিরুদ্ধে হেরেছে ক্রুসিয়ানীর দল। লিগ শুরুর আগে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল আবাহনী।

শনিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আবাহনী আক্রমণে এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি। উল্টো ফর্টিজ ৩৬ মিনিটে একমাত্র গোলটি পায় ইউক্রেনের ফুটবলারের সৌজন্যে। বক্সের ভেতরে গাম্বিয়ার ওমর বাদোরের পাসে ফাঁকায় ইউক্রেনের ভ্যালেরি গ্রিশিন বাঁ পায়ের নিচু শটে দারুণ প্লেসিং করে ফর্টিজকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন।

দ্বিতীয়ার্ধে আবাহনী গোল পরিশোধের জন্য মরিয়া ছিল। ৫০ মিনিটে রহিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করলেও ফর্টিজের গোলরক্ষক সেভ করেন। ম্যাচের বাকি সময় তেমন জোরালো আক্রমণ করতে পারেনি আবাহনী। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ফর্টিজ ম্যাচের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ৬৯ মিনিটে। ভ্যালেরির জোরালো শট আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল দারুণ দক্ষতায় প্রতিহত করেন।

আবাহনী ফুটবল দলের নতুন ম্যানেজার কাজী নজরুল ইসলাম চার ম্যাচ নিষেধাজ্ঞায় ছিলেন। আপীল কমিটি শাস্তি পর্যালোচনা করে দুই ম্যাচ মওকুফ করেছে। ম্যানেজার ডাগ আউটে ফেরার দিন হারল আবাহনী।

দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ও শেখ জামালের মধ্যকার ম্যাচটি ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে শেখ জামাল ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ ফুটবল বসুন্ধরা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top