শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


মাঠ ভাড়া নেবে বিসিবি


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪ ১১:০৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৩২

ফাইল ছবি

ক্রীড়াজগতের মহাব্যস্ত এক সূচিতে প্রবেশ করছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাপক পরিমাণ খেলার সূচি বাংলাদেশের ক্রিকেটে। অনুর্ধ্ব ১৯, নারী ক্রিকেট দল, পুরুষদলের খেলার সঙ্গে যুক্ত হয়েছে বিপিএলের ঝক্কি। সবমিলিয়ে মহা ব্যস্ত সূচি অপেক্ষা করছে বিসিবির জন্য।

আর এত ব্যস্ত সূচির কারণে প্রয়োজন একাধিক মাঠ। যা বিসিবির কাছে নেই। বাধ্য হয়েই এবার ক্রিকেট বোর্ডকে দ্বারস্থ হতে হবে মাঠ ভাড়া নেওয়ার। গতকাল বুধবার মিরপুরে গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম জানালেন এমন পরিকল্পনার কথা।

ব্যক্তি মালিকানার বেশকিছু ভেন্যু চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী জুন পর্যন্ত আমাদের যত খেলা আছে, সব কটিকে যতটুকু সম্ভব ভালো উইকেটে আয়োজনের জন্য আমরা একটা সূচি করেছি। আমরা বেশ কিছু ভেন্যু চিহ্নিত করেছি, যেগুলো ব্যক্তিগত মালিকানার। বিসিবির তরফ থেকে সে ভেন্যুগুলো ভাড়া নিতে হবে। আমাদের যে পরিমাণ খেলা আছে, বিসিবির কাছে সে পরিমাণ মাঠ নেই।’

গেল বছরের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুরের মাঠ। বিষয়টিকে বেশ হতাশার বলেই মনে করেন মাহবুব, ‘আমি আগেও বলেছি, এই ডিমেরিট পয়েন্ট খুবই হতাশাজনক। আবহাওয়া আমাদের ভালো উইকেট করতে দেয়নি। খেলা শুরু হওয়ার ১০ দিন আগেও বৃষ্টি ছিল, ২ দিন আগে থেকেও বৃষ্টি ছিল। খেলা চলাকালেও আমরা কোনো সূর্যের আলো পাইনি। যে কারণে উইকেট প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। আমাদের এই পরিস্থিতি বিবেচনা করা হয়নি।’

তবে মাহবুব আশাবাদী আইসিসি মিরপুরের ডিমেরিট পয়েন্ট তুলে নেবে, ‘আগেও এমন হয়েছে যে ডিমেরিট পয়েন্ট দেওয়ার পর যখন প্রমাণিত হয়েছে যে অন্যান্য পরিস্থিতির কারণে উইকেট প্রস্তুতি বিঘ্নিত হয়েছে, তখন ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয়েছে।’


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ বিসিবি মিরপুর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top