শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


চট্টগ্রামের হয়ে বিপিএল মাতাতে আসছেন মারকুটে ইংলিশ ব্যাটার


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪ ১৩:৩২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৩৫

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বাকি আর মাত্র একদিন। আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াবে দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই স্কোয়াড গুছিয়ে নিয়েছে দলগুলো। এদিকে একেবারের শেষ মুহূর্তে এসে দলে আরও এক বিদেশি ক্রিকেটারকে যুক্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শেষ মুহূর্তে এসে ইংলিশ তারকা ব্যাটার ফিল সল্টকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। সরাসরি চুক্তিতে মারকুটে এই ব্যাটারকে দলে নিয়েছে বন্দর নগরীর দলটি।

এদিকে শেষ মুহূর্তে এই তারকাকে দলে ভেড়ালেও এবারের পুরো মৌসুমের জন্য সল্টকে দলে পাবে না চট্টগ্রাম। ইংলিশ এই তারকা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ আফ্রিকার এসএ ২০তে। সেখানে খেলা শেষ করেই চট্টগ্রাম দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ইংলিশ এই ব্যাটার সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের দক্ষতা দিয়ে ইতোমধ্যেই সকলের নজর কেড়েছেন। ইংল্যান্ডের হয়ে ২১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। জতাইয় দলের জার্সিতে দুইটি শতকও আছে তাঁর। যদিও গত ডিসেম্বরে হওয়া আইপিএল নিলামে কোনো দলই তাকে কিনে নি।

তবে ইংলিশ এই তারকা ব্যাটার চট্টগ্রামের দলে যোগ দিলে বন্দরনগরীর দলটির শক্তি আরও বৃদ্ধি পাবে। এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে চট্টগ্রাম, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top