মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


দারুণ খেলেও গোল পেলেন না রোনালদো, স্পেন-পর্তুগাল ম্যাচ ড্র


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২০ ১৬:২৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৫:১২

ছবি-সংগৃহীত

ঘরের মাঠে আড়াই হাজার দর্শকের সামনে প্রাণবন্ত পারফরম্যান্সই উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু শেষতক জালের দেখা পেলেন না।

লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে বুধবার রাতে প্রীতি ম্যাচে ড্র করেছে পর্তুগাল আর স্পেন। ০-০ সমতায় শেষ ম্যাচ হয়েছে ম্যাচটি।

করোনার মধ্যেও সীমিত আকারে দর্শক প্রবেশের অনুমতি ছিল ম্যাচটিতে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পাঁচ ভাগ দর্শকই মাঠ গরম করে রেখেছিলেন।

সেই সমর্থকদের সামনে ম্যাচের এক ঘন্টা হওয়ার আগমুহূর্তে গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু জুভেন্টাস তারকার শক্তিশালী শট ক্রসবারে হিট করে।

৭৩ মিনিটে রোনালদোকে উঠিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে নামান পর্তুগাল কোচ। ডেথে তিনিও প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি।

ম্যাচের আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ঘোষণা দেয়, ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে স্পেন আর পর্তুগাল। ১৯৮২ সালে স্পেন একবার বিশ্বকাপ আয়োজন করলেও পর্তুগাল কখনই আয়োজক হতে পারেনি।


সম্পর্কিত বিষয়:

পর্তুগাল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top