ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে থাকছেন না কোহলি
প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪ ১৬:০৫
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:৫০

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২৫ জানুয়ারি প্রথম টেস্টে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। তবে এই ম্যাচে ভারতীয় দলে থাকবেন না বিরাট কোহলি।
ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কোহলি। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে ছুটি চেয়েছেন কোহলি। ব্যক্তিগত কারণে দুই ম্যাচ খেলবেন না তিনি।
প্রথম দুই টেস্টে না থাকার বিষয়ে কোহলি দলের অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজম্যান্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাই তাঁর কাছে সবার আগে। কিন্তু ব্যক্তিগত কারণে এই সময়ে খেলতে পারবেন না তিনি। এদিকে কোহলির প্রতি সম্মান দেখিয়েই তাকে প্রথম দুই টেস্টের জন্য ছুটি দিয়েছে ভারতীয় বোর্ড। এছাড়াও দর্শক এবং গণমাধ্যমকে কোহলির ব্যক্তিগত এবং পারিবারিক গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করেছে।
এর আগে ভারতের বিপক্ষে পুরো টেস্ট সিরিজ থেকেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
আপনার মূল্যবান মতামত দিন: