বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ক্লপের 'ডাবল সেঞ্চুরি'র দিনে শীর্ষে লিভারপুল


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৫:১৭

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। নয় বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার পর গতকালই প্রথম মাঠে নেমেছিল অলরেডরা, সেটিও চেলসির বিপক্ষে। তবে ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে স্রেফ উড়িয়ে দিয়েছে ক্লপের শিষ্যরা।

চেলসিকে ঘরের মাঠে উড়িয়ে দেয়ার ম্যাচে এদিন দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন ক্লপ। গতকালের জয়টি ছিল অলরেডদের হয়ে তার ক্যারিয়ারের ২০০তম। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে নিজের ৩১৮তম ম্যাচে এসে এমন কীর্তি গড়েছেন জার্মান এই কোচ।

অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে কাল দাপুটে ফুটবলই খেলেছে ক্লপের শিষ্যরা। দুই দলের প্রিমিয়ার লিগের টানা পাচ ম্যাচ ড্র হওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে কোণঠাসা করেই কাল ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে অলরেডরা।

চেলসির বিপক্ষে এ দিন শুরু থেকেই তুমুল আক্রমণে গিয়েছে ক্লপের শিষ্যরা। ম্যাচের অষ্টম মিনিটেই ডারউইন নুনিয়েজের দেয়া শট ফিরে যায় ক্রসবারে লেগে। এরপর আঠার মিনিটে আরও একবার সুযোগ হারায় লিভারপুল।

বেশ কয়েকবার সুযোগ হারাবার পর ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। কনর ব্র‍্যাডলির বাড়িয়ে দেয়া বলে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ডিয়েগো জটা। এরপর ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনর নিজেই। এদিকে দুই গোলে এগুয়ে যাওয়ার পর ব্যবধাণ দ্বিগুণ করার মোক্ষম এক সুযোগ পেয়েছিল লিভারপুল। বিরতির আগে চেলসির বক্সে ফাউলের শিকার হন জটা, ফলে পেনাল্টি পায় লিভারপুল। কিন্তু স্পটকিকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন নুনিয়েজ।

এদিকে দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পরও ম্যাচজুড়ে নিজেদের আধিপত্য বিজায় রেখেই খেলেছে লিভারপুল। সেই সূত্রধরেই ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান ডমিনিক সোবোসলাই। এদিকে ৩ গোলে পিছিয়ে যাওয়ার পর চেলসির হয়ে ব্যবধান কমান এনকুনকু। তবে ম্যাচ শেষে এটিই হয়ে ছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটির একমাত্র গোল।

ম্যাচের ৭৯ মিনিটে লুইস দিয়াজ লক্ষ্যভেদ করলে চতুর্হ গোকের দেখা পায় লিভারপুল। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে ক্লপের শিষ্যরা। চেলসির বিপক্ষে ম্যাচে এ দিন ২৮টি শট নিয়ে ১৩টিই লক্ষ্যে রাখে লিভারপুল। ওদিকে পচেত্তিনোর শিষ্যরা শট নিতে পারে কেবল ৪টি যার ৩টি ছিল লক্ষ্যে৷ এই জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল।


সম্পর্কিত বিষয়:

লিভারপুল ইয়ুর্গেন ক্লপ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top