ছেলের জন্মদিন উপলক্ষে এক মাসের বাড়ি ভাড়া নেবেন না তাসকিনের বাবা
প্রকাশিত:
১ এপ্রিল ২০২০ ১৭:৫৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:১৬

আগামী ৩ এপ্রিল শুক্রবার বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিনের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে তার বাবা ভাড়াটিয়াদের কাছ থেকে একমাসের বাড়ী ভাড়া নেবেন না বলে জানিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন নিজেই শেয়ার করেছেন।
তাসকিন জানান, করোনা পরিস্থিতির কারণে বাবার কাছ থেকে অন্যরকম এক জন্মদিনের উপহার চাইলাম। বাবাও না করলেন না। প্রতি জন্মদিনেই বাবার কাছ থেকে কিছু না কিছু উপহার পেয়ে থাকেন তিনি। আর এবারের উপহারটি হলো, তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করে দেয়া। ছেলের এমন মহৎ প্রস্তাবে সাথে সাথেই রাজি হয়ে গেছেন বাবা আবদুর রশিদ মনু।
বিভিন্ন সম্পত্তি থেকে সবমিলিয়ে মাসে ১ লাখ টাকার বেশি ভাড়া পেয়ে থাকেন তাসকিনের বাবা। তবে এবার ছেলের জন্মদিনের উপহার হিসেবে এক মাসের বাড়ি ভাড়া নেবেন না তিনি। তাসকিন জানিয়েছেন, এতে খুব একটা সমস্যা হবে না তার পরিবারের। তিনি নিজে এক মাস ভালোভাবে ক্রিকেট খেলতে পারলেই এ টাকা জোগাড় হয়ে যাবে বলে মনে করছেন।
সম্পর্কিত বিষয়:
তাসকিন
আপনার মূল্যবান মতামত দিন: