বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


 শীর্ষে স্পেন

সপ্তম ম্যাচে জার্মানির প্রথম জয়


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ১৭:১৫

আপডেট:
১১ অক্টোবর ২০২০ ১৭:১৫

ছবি-সংগৃহীত

টুর্নামেন্টের দ্বিতীয় আসরের তৃতীয় ম্যাচে এসে অবশেষে উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো জার্মানি। গত আসরের চার ম্যাচ জয়হীন থাকার পর, চলতি আসরেও প্রথম দুই ম্যাচে জয় পায়নি জার্মানরা। অবশেষে দুই আসর মিলে সপ্তম ম্যাচে নেমে ন্যুনতম ব্যবধানে জিতল তারা।

রোববার উয়েফা নেশনস লিগের গ্রুপপর্বের ম্যাচে ইউক্রেনের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলে জিতে দেশে ফিরেছে জার্মানি। দলের হয়ে গোল দুইটি করেন লিওন গোরেৎজকা ও ম্যাথিয়াস গিন্টার। ইউক্রেনের পক্ষে একটি গোল শোধ করেন রুসলাম মালিনোভস্কি।

টুর্নামেন্টের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। পরে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও শেষ হয় একই ব্যবধানের ড্র'তে। মাঝে ফ্রেন্ডলি ম্যাচে তুরস্কের বিপক্ষেও জিততে পারেনি জোয়াকিম লো'র শিষ্যরা। এর আগে গত আসরের চার ম্যাচেও কোনো জয় পায়নি তারা।

ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। লিগ 'এ'র চতুর্থ গ্রুপে তিন ম্যাচে ১ জয় ও ২ড্র'তে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইউক্রেন।

দিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ন্যুনতম ব্যবধানে জিতেছে স্পেন। ম্যাচের ১৪ মিনিটে মিকেল অয়ারজাবালের করা একমাত্র গোলে ম্যাচটি জিতেছে তারা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।


সম্পর্কিত বিষয়:

জার্মান স্পেন টুর্নামেন্ট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top