বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


দিয়াজের চোখধাঁধানো গোলে রিয়ালের জয়


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:২৭

সংগৃহীত ছবি

লা-লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের জয়ে বড় অবদান রেখেছিলেন জুড বেলিংহাম। তবে ঐ ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। ফলে গতকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের প্রথম লেগে আরবি লাইপজিগের বিপক্ষে একাদশে ছিলেন না ইংলিশ এই মিডফিল্ডার। তাঁর বদলে দলে জায়গা পান ব্রাহিম দিয়াজ। এই দিয়াজেরই চোখধাঁধানো গোলে লাইপজিগের মাঠে দারুণ এক জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। একই সঙ্গে গোলরক্ষক আন্দ্রে লুনিনের দুর্দান্ত সব সেভে শেষ আটের পথে এগিয়ে গেছে রিয়াল।

লাইপজিগের ঘরের মাঠ রেড বুল অ্যারেনায় গতকাল শুরুতেই পিছিয়ে পড়তে পারতো রিয়াল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্প্যানিশ জায়ান্টদের জালে বল জড়িয়েছিল স্বাগতিকরা। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এদিকে ম্যাচের নবম মিনিটে গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিল রিয়ালও। কিন্তু এদুয়ার্দো ক্যামাভিঙ্গার নেয়া শট ঠেকিয়ে দেন লাইপজিগ গোলরক্ষক। এরপরের মিনিটেই লিড নেয়ার সুযোগ পায় স্বাগতিকরা। তবে এবারও রিয়ালের ত্রাতা লুনিন।

এরপর টনি ক্রুস এবং রদ্রিগোরা বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন গোল করার, তবে তাদের সব চেষ্টাই বৃথা যায়। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ৪৮ মিনিটে দানি কারভাহালের কাছে থেকে পাওয়া পাস নিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারকে কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান দিয়াজ। এরপর আরও দুজনের বাঁধা মাড়িয়ে বা পায়ে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

এরপর দুই দলই গোল করার বেশ কয়েকটিসুযোগ তৈরি করেছিল। শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া লাইপজিগ রিয়ালকে এক প্রকার চেপেই ধরেছিল। তবে খখনো চুয়ামেনি আর কখনো গোলপোস্টের সামনে মানবদেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা গোলরক্ষক লুনিনের দারুণ নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। দ্বিতীয় লেগের খেলায় আগামী ৬ মার্চ দুই দল ফের মুখোমুখি হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top